নিজস্ব প্রতিবেদন: সরকারি মদ চুরি করে, মদ্যপ ইঁদুরের দল। দোকানের কর্মীদের চোখে ধুলো দিয়ে বন্ধ দোকানেই পার্টি করে তারা। অবাক হচ্ছেন ? কোনও প্রলাপ নয়। তামিলনাড়ুর ঘটনা।  সরকারি মদের দোকান থেকে ১২ টি বোতল ওয়াইন  নিয়ে তা খেয়ে ফেলার প্রমাণ মিলেছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তামিলনাড়ুর (Tamil Nadu) নীলগিরি জেলার গুদালুর একটি মদের দোকান খুলতেই চক্ষু ছানাবড়া হয়ে যায় দোকানের কর্মীদের। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওয়াইনের বোতল, কোনওটা শেষ তো কোনওটা অর্ধেক। কিন্তু দোকানের শাটার তো বন্ধ ছিল। তাহলে কে ঢুকল? পুলিসে খবর দেওয়া হয়। 


পুলিস আসতেই জানা যায়, দেড় হাজার টাকা দামের ওয়াইনের ১২ টি বোতল খোলা হয়েছে। বোতালের ঢাকনায় রয়েছে ইঁদুরের দাঁতের ছাপ। পাশে এদিক ওদিক পড়ে রয়েছে মদ্যপ ইঁদুর। পর্যবেক্ষণ চালিয়ে টিএএসএমএসি-র আধিকারিকরা জানান, এই অবস্থা করেছে ইঁদুররা। কোনও চোরের কাজ নয়।