জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কানে হেডফোন, হাতে ফোন। সেই অবস্থায় রেললাইনের উপর বসে ফোন ঘাঁটছিলেন ওই যুবক। কানে হেডফোন দিয়ে ফোন খোঁচানোই হল কাল! ট্রেনের ধাক্কায় প্রাণ কাড়ল ২০ বছরের এক যুবকের। স্থানীয়রা জানিয়েছেন, যুবকের কানে ছিল হেডফোন। সেই অবস্থায় ট্রেন তাঁকে ধাক্কা মারে। পরে রেললাইনের পাশ থেকেই উদ্ধার হয় তার দেহ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Narendra Modi: দীপাবলিতে মোদীর মুখে এক দেশ এক ভোট ! আর কী বললেন প্রধানমন্ত্রী?


ঘটনাটি মধ্যপ্রদেশের ভোপালের। মৃত যুবকের নাম মনরাজ তোমর। বিবিএ কোর্সের ছাত্র ছিলেন তিনি। পুলিস সূত্রে জানা যায়, স্টেশন থেকে কিছুটা দূরে রেললাইনের উপরে বসে ছিলেন। যুবক যে লাইনের উপর বসেছিলেন, সেখানে হঠাত ট্রেন চলে আসে। প্রত্যক্ষদর্শীদের মতে, ছেলেটি একা ছিল না। তারা দুই বন্ধু একসঙ্গে ছিল। যদিও বন্ধুটি সমান্তরাল রেললাইনে বসে ছিলেনে। লোকে ডেকে সচেতন করতে চেয়েছিল। কিন্তু কানে হেডফোন থাকায় শুনতে পায় নি এবং ঘটে যায় বিপত্তি।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)