জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ব্যবধান মাত্র একদিনের। ফের ভূমিকম্প মেঘালয়ে! কেঁপে উঠল  উত্তর-পূর্বাঞ্চল,  পশ্চিমবঙ্গ, এমনকী বাংলাদেশও। রিখটার স্কেলে এবার তীব্রতা ছিল ৫.৪। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Himachal: নজিরবিহীন বর্ষণ হিমাচলে! রেকর্ড বৃষ্টিতে বিপর্যস্ত নদীপাহাড়ের দেশ, বাড়ছে মৃত্যুও...


ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, ঘড়িতে তখন ৮ বেজে ২০ মিনিট। এদিন সন্ধ্য়ায় কম্পন অনুভূত হয় মেঘালয়-সহ বাংলাদেশ লাগোয়া উত্তর-পূর্ব ভারতে। সঙ্গে এ রাজ্যের উত্তরবঙ্গ ও  দক্ষিণবঙ্গেও। তবে বাংলায় কম্পনের স্থায়িত্ব ছিল খুবই কম। বাদ যায়নি বাংলাদেশও। ভূমিকম্পের উৎসস্থল ছিল মেঘালয়ে চেরাপুঞ্জির উত্তর-পূর্ব ভূ-পৃষ্ঠ থেকে ১৬ কিমি গভীরে।


 



২০২৩ সালের শুরু থেকেই লেগেই আছে পরের পর ভূমিকম্প। ১২ ফেব্রুয়ারিতে সিকিমে ৪.০ মাত্রার ভূমিকম্প হয়েছিল। সিকিমের মাংগান অঞ্চলে এই কম্পন অনুভূত হয়েছিল। এর চারদিন পরে ১৬ ফেব্রুয়ারিতে বাংলাদেশের সিলেটেও মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছিল। ২২ ফেব্রুয়ারিতে হয়েছিল নেপালে। মাত্র দুদিন পরে পাকিস্তানে। মার্চের প্রথমেই আবার নেপালে। পরদিনই ভারতের অরুণাচল প্রদেশে ৪.১ মাত্রার এক মাঝারি মানের ভূকম্প হয়। মার্চের ৭ তারিখে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ৪.৯ মাত্রার এক ভূমিকম্প অনুভূত হয়। এর পরদিন পাকিস্তানের গিলগিট-বাল্টিস্তানে ৪.০ মাত্রার ভূকম্প হয়। মার্চের ১২ তারিখে মণিপুরে ৪.৮ মাত্রার এক ভূমিকম্প অনুভূত হয়। মার্চের ২১ তারিখে আফগানিস্তানে ৬.৮ মাত্রার বড় ধরনের ভূমিকম্প হয়। 


আরও পড়ুন: NEET: নিটে ব্যর্থ হয়ে আত্মঘাতী পড়ুয়া, ঘরে ফিরে ভয়ংকর কাণ্ড করলেন বাবা


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)