জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের ভূমিকম্প! রিখটাল স্কেলে তীব্রতা ছিল ৫. ৩। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। এবার হিমাচল প্রদেশের চাম্বা চাম্বা শহরে। কাঁপল মানালিও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Magistrate Booked: গণধর্ষিতা তরুণীর ক্ষত দেখতে চেয়ে কাপড় খোলার নির্দেশ ম্যাজিস্ট্রেটের! তারপর...


মানালি থেকে দূরত্ব ১০০ কিমি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোগ্রাফি জানিয়েছে, আজ শুক্রবার রাতে সাড়ে ন'টা নাগাদ ভূমিকম্প হয় চাম্বা শহরে। কম্পন টের পাওয়া যায় মানালিতেও। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, 'কয়েক সেকেন্ডে ভালোই ঝাঁকুনি হয়েছে। আমি নীচে নামার কথা ভাবছিলাম, তখনই থেমে গেল'।


 



গত বছরের শেষে পর পর ভূমিকম্প হয়েছিল উত্তর ভারতে। কেঁপে উঠেছিল হিমালয় অধ্যুষিত উত্তরের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল, জম্মু-কাশ্মীর এবং লেহ ও লাদাখ। বস্তুত, গতকাল বুধবার ভয়াবহ ভূমিকম্প হয় তাইওয়ানে। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৪। সুনামি সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ জাপানে। 


আরও পড়ুন: Byjus: এক বছর আগে ছিলেন ১৭,৫৪৫ কোটির মালিক, এখন পকেটে 'শূন্য'! রবীন্দ্রনের আশ্চর্য পতন



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)