ওয়েব ডেস্ক: ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি। একই সঙ্গে ভূমিকম্প অনুভূত হয় নয়ডা সহ উত্তারখন্ডেও। আজ রাত ১০টা বেজে ৩৩ মিনিটে কেঁপে ওঠে দেশের রাজধানী সহ উত্তর অঞ্চলের কিছু জায়গা। রিখটার স্কেলে কম্পাঙ্কের মাত্রা ৫.৮। আতঙ্কে 'NCR' (ন্যাশনাল ক্যাপিটল রিজিওন) অঞ্চলের সমস্ত অফিস বাড়ি থেকে রাস্তায় নেমে আসেন সব কর্মীরা। (খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভ্যানিস করে দেবেন জাদুকর!)


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


ভূমিকম্পের খবর পেয়েই টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সবার সুরক্ষার প্রার্থনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী।