হঠাত্ কেঁপে উঠল রাজধানী, আতঙ্ক দিল্লি-গুরুগ্রামে
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, রবিবার বিকেলে দিল্লি, গুরুগ্রাম-সহ বেশ কিছু এলাকায় কম্পন অনভূত হয়
নিজস্ব প্রতিবেদন: রবিবার বিকেলে হঠাত্ কেঁপে উঠল রাজধানী। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, রবিবার বিকেলে দিল্লি, গুরুগ্রাম-সহ বেশ কিছু এলাকায় কম্পন অনভূত হয়। জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.২। হরিয়ানার ঝাজ্জর জেলায় এই ভূমিকম্পের উত্পত্তিস্থল বলে মনে করা হচ্ছে। গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। বিকেল ৪.৩৭ নাগাদ কম্পন অনুভব করা যায়। ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবরও নেই।
সোশ্যাল মিডিয়ার তরফে জানা যাচ্ছে...
উত্তর প্রদেশের বেশ কিছু এলাকায় কম্পন অনুভব হয়ে বলে জানা গিয়েছে।