নিজস্ব প্রতিবেদন: রবিবারের বারবেলায় ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারতের একাংশ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.০। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল হরিয়ানার সোনিপতে। তবে কম্পনে ক্ষয়ক্ষতির খবর মেলেনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার দুপুর ৩.৩৭ মিনিটে কেঁপে ওঠে হরিয়ানা ও দিল্লির বিস্তীর্ণ এলাকা। কম্পনের খবর মিলেছে পঞ্জাব, হিমাচল প্রদেশ ও জম্মুর একাংশ থেকে। কম্পনের উপকেন্দ্র ছিল দিল্লি-হরিয়ানা সীমান্ত লাগোয়া সোনিপতে। 


খড়গপুর শাখার যাত্রীদের জন্য সুখবর, আর পোহাতে হবে না জল জমার ভোগান্তি


গত কয়েক বছর ধরে একাধিক কম্পনে আতঙ্ক ছড়িয়েছে দিল্লিতে। এদিনের কম্পনের তীব্রতা কম হওয়ায় অনেকে বুঝতেও পারেননি। অনেকেই আবার সোশ্যাল মাধ্যমে কম্পনের অনুভূতির কথা জানিয়েছেন। কম্পনের উত্স ও তীব্রতা সম্পর্কে তথ্য দিয়েছে মৌসম ভবনও।