ওয়েব ডেস্ক: রিখটার স্কেলে, পাঁচ দশমিক আট মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ড সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ। ভূকম্পন অনুভূত হয় দিল্লিতেও। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলা। উত্‍পত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে তেত্রিশ কিলোমিটার গভীরে।  ভূমিকম্পের জেরে আতঙ্কে লোকজন বাড়িঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। পঞ্জাব, হরিয়ানাতেও কম্পন বেশ ভালরকম অনুভূত হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন সুপ্রিম কোর্টে জামিন পেলেন সারদা-কাণ্ডে অভিযুক্ত মনোরঞ্জনা সিং


যদিও প্রাণহানি বা বড়সড় কোনও ক্ষতির খবর নেই। তবে হাই অ্যালার্টে রাখা হয়েছে NDRF বাহিনীকে।  ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা তা সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে, রাজ্যগুলির কাছ থেকে রিপোর্ট তলব করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। খোঁজখবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।


আরও পড়ুন  আমেরিকায় কর্মরত ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের পাশে দাঁড়াল তৃণমূল