বিকেলে আচমকাই কেঁপে উঠল মিজোরাম, কম্পন টের পাওয়া গেল উত্তরপূর্বের বহু জায়গায়
রবিবারের কম্পন টের পাওয়া যায় শিলং-সহ অসমের অন্যান্য শহর থেকেও
নিজস্ব প্রতিবেদন: সপ্তাহখানেক আগেই পরপর ভূমিকম্পে কেঁপেছিল রাজকোট-সহ গুজরাটের তিন শহর। রবিবার বিকেলে কেঁপে উঠল দেশের উত্তরপূর্বের মিজোরাম। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১।
আরও পড়ুন-কলকাতায় কেমন দেখা গেল সূর্যগ্রহণ? দেখে নিন মহাজাগতিক দৃশ্যের এক্সক্লুসিভ ছবি
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী আজ বিকেল ৪.১৬ নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে আইজল থেকে ২৫ কিলোমিটার উত্তরপূর্বের একটি এলাকা।
এক সপ্তাহের মধ্যে এনিয়ে দ্বিতীয়বার কাঁপল মিজোরাম। গত ১৮ জুন ভূমিকম্প হয়েছিল মিজোরামে। সেই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫। সেবার কম্পনের উত্স ছিল মিজেরামের চাম্পাই জেলার মাটির ৮০ কিলোমিটার গভীরের একটি জায়গা।
আরও পড়ুন-পুরীর রথযাত্রার ওপরে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করুন, সুপ্রিম কোর্টে আর্জি ভিএইচপির
রবিবারের কম্পন টের পাওয়া যায় শিলং-সহ অসমের অন্যান্য শহর থেকেও। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।