জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোমবার সন্ধেয় কেঁপে উঠল অসম, মেঘালয়-সহ উত্তরপূর্ব ভারতের একটি বড় অংশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। সন্ধে ৬.১৫ নাগাদ হওয়া ওই ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল উত্তর গারো পাহাড়। ভূমিকম্পের উত্সস্থ ছিল মাটি থেকে ১০ কিলোমিটার নীচে। লক্ষ্যনীয় বিষয় হল ওই কম্পন টের পাওয়া যায় পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতেও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- জিম্বাবোয়েতে ভেঙে পড়ল বিমান, নিহত পুত্র-সহ ভারতীয় শিল্পপতি


উত্তরপূর্ব ভারত এমনিতেই বেশ ভূমিকম্প প্রবণ। মেঘালয় প্রশাসন তরফে খবর, এখনওপর্যন্ত সেখানে কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর নেই। এদিকে, কোচবিহারের ভূমিকম্প টের পাওয়া যায় সন্ধে ৬.১৬ নাগাদ। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভূমকিম্প নিয়ে হইচই পড়ে য়ায়। মালদহে বিভিন্ন জায়গায় ভূমিকম্পের আতঙ্ক ছড়িয়ে পড়ে।


কম্পন টেন পান দার্জিলিংয়ের মানুষজনও। তবে কেউ তা পেয়েছেন, কেউ পাননি। তবে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে।অনেকে ঘর থেকে বেরিয়ে আসেন। দার্জিলিংয়ের একমহিলা জানান, ঘরে বসেছিলাম। মনে হল সবকিছু কেঁপে উঠল। বাইরে বেরিয়ে শুনলাম ভূমিকম্প হয়েছে। জলপাইগুড়ি, ভুটানেও কম্পন টের পান মানুষজন। আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও মানুষজন ভূমিকম্প টের পান।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)