নিজস্ব প্রতিবেদন: তাজিকিস্তানের পর এবার লাদাখ। ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখের মাটি। ১৩ ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরেও ভূকম্প অনুভূত হয়েছিল। এবার লাদাখের পালা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার রাতে কেঁপে ওঠে লাদাখের (Ladakh)মাটি। ৩৪ সেকেন্ড ধরে চলে এই ভূমিকম্প। তাজিকিস্তানেও (Tajikistan)কম্পন হয়েছিল মোটামুটি ৩০-৪০ সেকেন্ড ধরে।


আরও পড়ুন: লাগাতার ভারতের ভুল মানচিত্র প্রকাশ, WHO-কে এই নিয়ে তিনবার চিঠি পাঠাল কেন্দ্র


রিখটার স্কেলে (Richter scale) লাদাখের কম্পনের তীব্রতা ছিল ৩.৫ (magnitude 3.5)। কম্পনের গভীরতা ছিল ৫ কিমি। National Center for Seismology এই খবর নিশ্চিত করেছে।


এই কম্পনের উৎপত্তিস্থল ছিল লে লাদাখের ৩২ কিলোমিটার উত্তর-পূর্বে। তবে এই ভূমিকম্পের ফলে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি। যদিও খুব স্বাভাবিক ভাবেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।


আরও পড়ুন: 'ফিঙ্গার এইট পর্যন্ত ভারতের নজরদারি চলছে', Rahul Gandhi-কে পাল্টা প্রতিরক্ষামন্ত্রকের