নিজস্ব প্রতিবেদন: জিএসটি চালু হয়ে ‌যাওয়ার পর রেস্তরাঁর খাবার অনেকটাই দামি হয়ে গিয়েছিল। এবার তা খানিকটা সস্তা হতে পারে। কারণ রেস্তরাঁর ওপর থেকে ১৮ শতাংশ জিএসটি কমিয়ে ১২ শতাংশ করার উদ্যোগ নিচ্ছে জিএসটি কাউন্সিল। পাশাপাশি, খাবারের ওপর থেকে ইনপুট ট্যাক্স ক্রেডিট তুলে নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রেস্তরাঁর ওপরে লাগু হওয়া জিএসটির হার প‌র্যালোচনা করে দেখার জন্য ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির সদস্য হিমন্ত বিশ্বশর্মাও জিএসটি রেট কম করার পক্ষে। উল্লেখ্য, বর্তমানে বাতানুকুল নয় এমন রেস্তরাঁর ক্ষেত্রে ১২ শতাংশ ও বাতানুকুল রেস্তরাঁর ক্ষেত্রে ১৮ শতাংশ ট্যাক্স ধা‌র্য করা হয়েছে।


আরও পড়ুন-জাতীয় কার্যাকারী সংসদ থেকে বাবা-কাকাকে তাড়ালেন টিপু


অর্থমন্ত্রী অরুণ জেটলির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি রিপোর্টে দেবে নভেম্বরের শেষ নাগাদ। তখনই স্পষ্ট হয়ে ‌যাবে রেস্তরাঁর ওপর থেকে জিএসটি কমছে কিনা। ওই কমিটিতে রয়েছেন বিহারের উপ মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী, জম্মু ও কাশ্মীরের অর্থমন্ত্রী হাসিব দ্রাবু, পঞ্জাবের অর্থমন্ত্রী মনপ্রীত সিং বাদল ও ছত্তিশগড়ের বাণিজ্যিক কর দফতরের মন্ত্রী অমর আগরওয়াল।


আরও পড়ুন-নিশ্চিহ্ন IS, রাক্কা শহরের দখল নিল সিরিয় যোদ্ধারা