ওয়েব ডেস্ক : হ্যাক করা হচ্ছে EVM। মেশিন হ্যাকিং করেই নির্বাচনে জয়ে পেয়েছে বিজেপি। বিরোধীদের তোলা এই অভিযোগ নস্যাত্ করে দিয়েছে নির্বাতন কমিশন। কিন্তু তারপরেও বিরোধীরা নিজেদের 'দাবিতে' অটল। আজ বুধবার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেও, একই অভিযোগ করেন বিরোধী দলের নেতারা। এরপরই EVM মেশিন হ্যাক করার জন্য 'ওপেন চ্যালেঞ্জ' জানাল নির্বাচন কমিশন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সরকারি সূত্রে খবর, মে মাসের প্রথম সপ্তাহে ৭ দিন বা ১০ দিন চলবে এই ওপেন চ্যালেঞ্জ। এই সময়ের মধ্যে বিশেষজ্ঞ, বিজ্ঞানী, প্রযুক্তিবিদ যে কেউ এসে EVM মেশিন হ্যাক করার চ্যালেঞ্জ নিতে পারে। বেশ কয়েকটি পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হবে তাকে।


এর আগে ২০০৯ সালেও এভাবেই একবার EVM হ্যাকিং চ্যালেঞ্জের কথা ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।


আরও পড়ুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'খুনের ফতোয়া'! উত্তাল হল সংসদ