ওয়েব ডেস্ক : রাজনৈতিক দলের তহবিল ব্যবহার করে টাকার রং বদলে রাশ টানার চেষ্টায় নির্বাচন কমিশন। এ জন্য আয়কর বিভাগকে চিঠি দিচ্ছে তারা। ২০০-র বেশি রাজনৈতিক দলের হিসাবপত্র খতিয়ে দেখার কথা বলছে নির্বাচন কমিশন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আয়কর আইনে রাজনৈতিক দলগুলিকে কর দিতে হয় না। এর সুযোগ নিয়ে শুধুমাত্র কালো টাকা সাদা করার জন্য দেশে বহু ভুয়ো রাজনৈতিক দল তৈরি করা হয়েছে বলে দীর্ঘদিনের অভিযোগ। ২০০৫ পাঁচ থেকে একটিও নির্বাচনে লড়াই করেনি এমন ২০০-র বেশি দলের তালিকা তৈরি করেছে নির্বাচন কমিশন। তাদের টাকার হিসাব খতিয়ে দেখার জন্যই আয়কর বিভাগকে চিঠি দিচ্ছে তারা।


আরও পড়ুন,  রাজনৈতিক দলগুলির টাকা জমার নিয়ম নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়