জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রাজীব কুমার কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুকে একটি চিঠি লিখেছেন। চিঠিতে তিনি লিখেছেন রাজনৈতিক দলগুলিতে নগদ অনুদান সীমাবদ্ধ করার কথা। কালো টাকার মাধ্যমে নির্বাচনী তহবিল নির্মূল করতে বেনামী রাজনৈতিক অনুদানের পরিমাণ ২০ হাজার থেকে কমিয়ে ২ হাজারে আনার প্রস্তাব করেছেন সিইসি। ভোটের প্যানেল জনপ্রতিনিধিত্ব আইনে বিভিন্ন সংশোধনের সুপারিশ করে কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে এই চিঠি লেখা হয়েছে বলে সূত্রের খবর। সূত্র মারফত জানা গিয়েছে যে সিইসি রাজনৈতিক দলগুলিতে নগদ অনুদানের সীমা ২০,০০০ টাকা থেকে ২,০০০ টাকা করার প্রস্তাব করেছেন। প্রস্তাবটি অনুমোদিত হলে, ২,০০০ টাকার উপরে সমস্ত অনুদান কমিশনে জমা দেওয়া অবদানের প্রতিবেদনের অংশ হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিছু রাজনৈতিক দল রয়েছে যারা ২০,০০০ টাকার উপরে অবদান শূন্য হিসাবে দেখিয়েছে। অন্যদিকে তাদের নিরীক্ষিত অ্যাকাউন্টের বিবৃতিতে প্রচুর রসিদ দেখানো হয়েছে যা সবই ২০,০০০ টাকার সীমার তুলনায় কম।


নির্বাচন কমিশন নির্বাচনী তহবিল থেকে কালো টাকা কমানোর জন্য নগদ অনুদান ২০ শতাংশ অথবা সর্বোচ্চ ২০ কোটি টাকায় সীমিত করারও প্রস্তাব করেছে বলে জানা গিয়েছে। প্রস্তাবিত সংশোধনীগুলিতে নিরবাচন সংক্রান্ত টাকার লেনদেনের জন্য একটি পৃথক অ্যাকাউন্ট রাখার কথাও জানানো হবে। প্রার্থীকে নির্বাচন সংক্রান্ত অর্থ প্রদান এবং নির্বাচনী ব্যয়ের হিসাব কর্তৃপক্ষের কাছে স্বচ্ছভাবে প্রকাশ করতে হবে।


আরও পড়ুন: Shashi Tharoor: কংগ্রেস সভাপতি নির্বাচনে প্রার্থী হচ্ছেন শশী থারুর!


কমিশন চায় যে প্রতিটি প্রার্থী নির্বাচনের জন্য একটি পৃথক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলুক যাতে নির্বাচনী ব্যয়ের অংশ হিসাবে সমস্ত খরচ এবং জমা সম্পর্কিত বিবরণ থাকবে। নির্বাচন কমিশনের প্রস্তাবিত নির্বাচনী সংস্কারের মধ্যে রাজনৈতিক দলকে অর্থায়নে আরও স্বচ্ছতার জন্য দলগুলির তহবিল থেকে বিদেশী তহবিল পৃথক করার কথাও অন্তর্ভুক্ত রয়েছে।


নির্বাচন প্যানেল সম্প্রতি ২৮৪টি খেলাপি এবং নন-কমপ্লায়েন্ট রেজিস্টার্ড অস্বীকৃত রাজনৈতিক দল (RUPPs) তালিকাভুক্ত করার সময় এই ঘটনা ঘটেছে। তাদের মধ্যে ২৫৩টিরও বেশি দলকে নিষ্ক্রিয় ঘোষণা করেছে। এই মাসের শুরুর দিকে, আয়কর বিভাগ কয়েকটি নিবন্ধিত অস্বীকৃত রাজনৈতিক দল এবং তাদের সন্দেহজনক আর্থিক লেনদেনের বিরুদ্ধে ভারতব্যাপী কর ফাঁকি তদন্তের অংশ হিসাবে একাধিক রাজ্যে অভিযান চালায়।


নির্বাচন কমিশনের সাম্প্রতিক সুপারিশের ভিত্তিতে এই কাজগুলি করা হয়েছে যা সম্প্রতি RUPP এর তালিকা থেকে কমপক্ষে ১৯৮টি দলকে বাদ দিয়েছে। যাচাইয়ের সময় তাদের অস্তিত্বহীন হিসেবে পাওয়া গিয়েছ এটাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পোল প্যানেল ঘোষণা করে যে এটি ২,১০০ টিরও বেশি দলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)