চলতি অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধির হার হতে পারে ৭ শতাংশ, বলছে ইকোনমিক সার্ভে
রিপোর্টে জোর কর্মসংস্থান, বেসরকারি উদ্যোগে
নিজস্ব প্রতিবেদন: বাজেট পেশের আগেই নতুন সরকারকে বড়সড় সুখবর দিল ইকোনমিক সার্ভে-র রিপোর্ট।
ওই রিপোর্টে বলা হয়েছে, চলতি আর্থিক বছরে দেশের জিডিপি বাড়তে পারে ৭ শতাংশ হারে। ওই হারে বৃদ্ধি হলে আর্থিক বৃদ্ধিতে ভারত পেছনে ফেলে দেবে চিনকে। বুধবার রাজ্যসভায় ইকোনমিক সার্ভে রিপোর্ট ২০১৮-১৯ পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
আরও পড়ুন-পুলিস ক্যাম্পের পাশেই ভয়াবহ বিস্ফোরণে কাঁপল বীরভূম
এদিকে, ফিসক্যাল ঘাটতি নিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইকোনমিক সার্ভে রিপোর্টে। বলা হয়েছে চলতি আর্থিক বছরে ফিসক্যাল ঘাটতি হতে পারে ৫.৮ শতাংশ। ২০১৮-১৯ আর্থিক বছরে এই ঘাটতি ছিল ৬.৮ শতাংশ।
দেশে কর্মসংস্থানের ওপরে জোর দিয়েছে সার্ভে রিপোর্ট। কাজের বাজার সৃষ্টির ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে বেসরকারি সংস্থার ওপরে। পাশাপাশি মোদী সরকারের প্রত্যাশা মতো দেশের আর্থিক বৃদ্ধির লক্ষ্যে একটি রোডম্যাপও তৈরি করে দিয়েছে ইকোনমিক সার্ভে।
আরও পড়ুন-‘খুব কম মানুষেরই এরকম সাহস থাকে’, ইস্তফা নিয়ে রাহুলের পাশে প্রিয়ঙ্কা
সার্ভেতে বলা হয়েছে ভারতকে যদি ২০২৫ সালের মধ্যে ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশ হতে হয় তাহলে জিডিপি বৃদ্ধির হার হতে হবে ৮ শতাংশ।
ইকোনমিক সার্ভে নিয়ে সরকারের মুখ্য আর্থিক উপদেষ্টা কে ভি সুব্রহ্মণ্যম বলেন, নীতি নির্ধারকদের স্বচ্ছ নীতি তৈরি করতে হবে। কর্মসংস্থান, রপ্তানি ও উত্পাদন ক্ষেত্রে মূল ভূমিকা নেবে বিনিয়োগ। কমবে তেলের দাম।