ওয়েব ডেস্ক : ফের বিপাকে লিক্যুয়র ব্যারন বিজয় মাল্য। মহারাষ্ট্রে মাল্যর মালিকানায় থাকা ১০০ কোটি টাকার ফার্ম হাউজ নিজেদের কবজায় নিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট।  ৯০০ কোটি টাকা তছরুপের অভিযোগে মাল্য সহ কিংফিশারের আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এপ্রিলেই বাসিন্দাদের হাতে ফার্ম হাউজটি খালি করার নোটিস ধরায় ED। আজ মুম্বই অফিস থেকে একটি প্রতিনিধি দল গিয়ে ফার্ম হাউজে অধিগ্রহণের নোটিস লাগিয়ে দিয়ে আসে। মানদোয়া ফার্মস প্রাইভেট লিমিডেটের নিয়ন্ত্রণাধীন এই ফার্ম হাউজটির বকলমে মালিক ছিলেন মাল্য।


মহারাষ্ট্রের রায়গড় জেলার আলিবাগে অবস্থিত মাল্যর এই ফার্ম হাউজটির সঙ্গেই রয়েছে একটি বিচ। ১৭ একর জমি নিয়ে তৈরি হয়েছে ফার্ম হাউজটি। যার আনুমানিক বাজার দর ১০০ কোটি টাকা।


আরও পড়ুন, অনিল দাভের মৃত্যুতে, পরিবেশ মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব পাচ্ছেন ড. হর্ষ বর্ধন