ওয়েব ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশে আজ আদালতে আত্মসমর্পণ করতে চলেছেন প্রাক্তন ইডি কর্তা মনোজ কুমার। আগাম জামিনের আবেদন খারিজ করে ৭ দিনের মধ্যে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেয় শীর্ষ আদালত। ভয় দেখিয়ে টাকা আদায়ের মামলায় নাম জড়ায় প্রাক্তন ইডি কর্তার। পুলিস তাঁকে তলব করায় সুপ্রিম কোর্টে যান মনোজ। গত সপ্তাহে শেক্সপিয়র সরণি থানা তলব করলেও, হাজিরা দেননি তিনি। আত্মসমর্পণের জন্য সুপ্রিম কোর্টের দেওয়া ৭ দিনের সময়সীমা আজই শেষ হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিকে, বিজেপির মুখে আগাম ভোটের বার্তা। লোকসভা নির্বাচনের সঙ্গেই রাজ্যে বিধানসভা ভোট হতে পারে। দলের রাজ্য কমিটির বৈঠকে এই মন্তব্যে বিতর্ক উস্কে দিলেন দিলীপ ঘোষ। কেন এ কথা বললেন তিনি? পিছনে কি রয়েছে কোনও কৌশল? রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। তৃণমূল বলছে, যে কোনও উপায়ে গদি দখলের চেষ্টাতেই এই ধরনের মন্তব্য।