ওয়েব ডেস্ক: আজ মঙ্গলবার, সাম্প্রতিক অতীতে এই প্রথম ঈদের দিন কাশ্মীর উপত্যকার ১০টি জেলাতেই 'হিংসা আটকাতে' কার্ফু জারি রয়েছে। এবং বহুবছরের মধ্যে এবারই প্রথম শ্রীনগরের বিখ্যাত হজরতবলে প্রার্থনা বন্ধ রাখা হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবরে, নিরাপত্তা বাহিনী-জনতা সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়েছে।


আরও পড়ুন- রেল টিকিট কাটার ক্ষেত্রে এবার থেকে এটা বাধ্যতামূলক!


জম্মু-কাশ্মীরের বিভিন্ন 'উত্তেজনাপ্রবণ' এলাকায় চলছে কড়া নজরদারি। আকাশে উড়ছে নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার ও ড্রোন। এয়ারটেল, ভাডাফোন, এয়ারসেলের মতো মোবাইল ফোন ও ব্রডব্যান্ডের পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোকে তাদের পরিষবা বন্ধ রাখতে বলা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে বিগত ২৬ বছরে এই প্রথম ঈদের দিনে এমন 'নিস্তব্ধতা গ্রাস করেছে উপত্যকাকে'।


আরও পড়ুন- আজ পবিত্র ইদুজ্জোহা