অসমের নওগাঁয় মিলল ১৮ হাতির মৃতদেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
ন দফতর সূত্রে খবর, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে বজ্রপাতেই মৃত্যু হয়েছে ওইসব হাতির।
নিজস্ব প্রতিবেদন: একটা দুটো নয়, ১৮টি হাতির মৃতদেহ মিলল অসমের নওগাঁ জেলার এক পার্বত্য এলাকায়। বৃহস্পতিবার ওইসহ হাতির মৃতদেহের সন্ধান পান বনকর্মীরা। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, বজ্রপাতেই মৃত্যু হয়েছে ওইসব হাতির।
আরও পড়ুন-করোনার ভারতীয় প্রজাতির উপরে Vaccine-এর কার্যকারিতা নিয়ে সন্দেহ রয়েছে: WHO
অসম(Assam) বন দফতরের আধিকারিক অমিত সহায় সংবাদমাধ্যমে জানিয়েছেন, বুধবার কুন্ডলি রিজার্ভ ফরেস্ট এলাকায় ওই ঘটনা ঘটে। এলাকাটি অত্যন্ত দুর্গম। বন দফতরের কর্মীরা সেখানে পৌঁছন বৃহস্পতিবার। দেখা যায় একটি টিলার উপরে পড়ে রয়েছে ১৪টি হাতির মৃতদেহ(Elephant died)। অন্যদিকে, নীচে পড়ে ৪টি দেহ।
আরও পড়ুন- কোভিশিল্ডের দু’টি টিকা নেওয়ার ব্যবধান ১২ থেকে ১৬ সপ্তাহ করা হল: স্বাস্থ্যমন্ত্রক
রাজ্যে হাতি মৃত্যুর ঘটনা সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বনমন্ত্রী পরিমল শুক্লবাকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশও দিয়েছেন। বন দফতর সূত্রে খবর, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে বজ্রপাতেই মৃত্যু হয়েছে ওইসব হাতির। তবে হাতিগুলির দেহ ময়না তদন্তের পরই তা নিশ্চিত করে কিছু বলা যেতে পারে।