`আমার বাড়ির সামনে মদ খেয়ে রঙ খেলো না`, একথা বলাই কাল হল বৃদ্ধার
পাঁচ যুবকের খোঁজ চালাচ্ছে পুলিস। এখনও পর্যন্ত অধরা বলে জানা গিয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
নিজস্ব প্রতিবেদন: 'আমার বাড়ির সামনে রঙ খেলো না তোমরা। দূরে গিয়ে খেলো'। এটা বলাই ভুল হয়েছিল ৬০ বছরের বৃদ্ধার। মদ্যপান করে রঙ খেলায় মত্ত পাঁচ বৃদ্ধার বাধা মানতে চায়নি। চড়াও হয় ওই বৃ্দ্ধার উপর। ঘটনায় মৃত্যু হয় বৃদ্ধার। সোমবার হোলির দিন ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের এটাওয়া জেলায়।
পুলিস সুত্রে জানা গিয়েছে, রঙ খেলতে বেরিয়েছিল একদল যুবক। প্রকাশ্যে মদ্যপান করার সঙ্গে রঙ খেলায় মেতে ওঠে তারা। পরিবার জানিয়েছে, বাড়ির সামনে অসভ্যতা করছিলেন তারা। এরপর, ওই বৃদ্ধা তাদের জানায়, এখানে রঙ খেলো না দূরে গিয়ে খেলো। এরপরই বেধে যায় বসচা। বেলা ১০ টা নাগাদ বাড়িতে ঢুকে পড়ে তারা। চড়াও হয় বৃদ্ধার উপর। নৃশংসভাবে মারতে থাকে তাঁকে। পেটে লাথি, পাথর ছুঁড়ে, লাঠি দিয়ে মাটিতে ফেলে মারে ওই বৃদ্ধাকে। পরিবারের বাকি সদস্যদের নজরে আসতে বাঁচাতে যায় তাঁকে। কিন্তু শেষ রক্ষা হয় না। বাড়ির সদস্যদেরও মারতে থাকে ওই ৫ যুবক। যার মধ্যে ছিলেন দু-জন মহিলা তিনজন বাচ্চা। কাউকে ছাড়ে না তারা। ঘটনাস্থলে পুলিস এসে পৌঁছাতেই পালিয়ে যায় তারা।
ওই পাঁচ যুবকের খোঁজ চালাচ্ছে পুলিস। এখনও পর্যন্ত অধরা বলে জানা গিয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।