অবৈধ টাকা রুখতে লোকসভা ভোটে নজরদারি করবে সিবিআই, ইডি
ওই কমিটিতে দেশের শীর্ষ সারির একাধিক আর্থিক ও দুর্নীতি দমন শাখা রয়েছে। ওই কমিটির নাম দেওয়া হয়েছে, মাল্টি ডিপার্টমেন্ট কমিটি অন ইলেকশন ইন্টেলিজেম্স।
নিজস্ব প্রতিবেদন: লোকসভা ভোটে কালো টাকার ব্যবহার রুখতে তত্পর নির্বাচন কমিশন। গঠন করা হল একটি উচ্চপর্যায়ের কমিটি। মঙ্গলবার এক বৈঠকে ওই কমিটি গঠন করা হয়।
ওই কমিটিতে দেশের শীর্ষ সারির একাধিক আর্থিক ও দুর্নীতি দমন শাখা রয়েছে। ওই কমিটির নাম দেওয়া হয়েছে, মাল্টি ডিপার্টমেন্ট কমিটি অন ইলেকশন ইন্টেলিজেম্স।
কমিটিতে রয়েছে, সিবিআই, ইডি, সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস, সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস, ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টালিজেন্স, সেন্ট্রাল ইকোনমিক ইন্টালিজেন্স ব্যুরো, ফিনান্সিয়াল ইন্টালিজেন্স ইউনিট।
আরও পড়ুন: নীরবকে দেশে ফেরাতে তত্পর নয় ভারত, দাবি ব্রিটেনের
এছাড়া ওই কমিটিতে বেশ কয়েকজনকে আমন্ত্রিত সদস্য হিসেবে রাখা হয়েছে। ওই আমন্ত্রিত সদস্যরা হলেন, বিএসএফের ডিজি রজনীকান্ত মিশ্র, সিআরপিএফের ডিজি রাজীব ভাটনগর, সিআইএসএফের ডিজি রাজেশ রঞ্জন, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর ডিজি অভয় কুমার, আরপিএফের ডিজি অরুণ কুমার এবং ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির ডিজি রাকেশ আস্থানা।
আরও পড়ুন: কংগ্রেসে ভাঙন! বিজেপিতে যোগ দেওয়ার জোর জল্পনা মহারাষ্ট্রের বিরোধী দল নেতার ছেলের
কমিশন সূত্রে খবর, এবারের নির্বাচনে সবরকম ভাবে কালো টাকার ব্যবহার রুখতে চেষ্টা করা হবে। তাই এই উচ্চপর্যায়ের কমিটি গড়া হল। কারণ, ভোটারদের প্রভাবিত করতে টাকা ব্যবহার করা হয়। সেটা যাতে এবার না হয় সেদিকেই নজর রাখতে এই কমিটি।
এছাড়াও বিভিন্ন ব্যাঙ্কের শীর্ষ আধিকারিকদের রাখা হবে ওই কমিটিতে। গত কয়েকমাসে কার অ্যাকাউন্টে কত টাকা লেনদেন হয়েছে, সেটাও খতিয়ে দেখা হবে।
আরও পড়ুন: পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়ার এটাই সেরা সময়, দাবি উঠল রাষ্ট্রসংঘে
কমিশন সূত্রে জানা গিয়েছে, ওই কমিটির নজরদারি সবচেয়ে বেশি হবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানায়।