দাগী সাংসদ-বিধায়কদের আজীবন নির্বাসন, সুপ্রিম কোর্টে জানাল নির্বাচন কমিশন
নিজস্ব প্রতিবেদন: আদালতে দোষী সাব্যস্ত বিধায়ক ও সাংসদদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার উপরে আজীবন নিষেধাজ্ঞা জারির সুপারিশ করল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টে এমনটাই সওয়াল করল নির্বাচন সদন।
বর্তমানে দু'বছর বা তার বেশি সাজা হলে সাজার মেয়াদ শেষের পর ৬ বছর নির্বাচনে লড়তে পারেন না রাজনীতিবিদরা। এই নিয়মের জেরে ২০১৫ বিহার বিধানসভা নির্বাচনে লড়তে পারেননি আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে সুপ্রিম কোর্ট আজীবন নির্বাসনের নির্দেশ দিলে এজীবনে ভোটে লড়া হবে না লালুপ্রসাদ ও শশীকলাদের।
চলতি বছরের শুরুতেই দোষী সাব্যস্ত রাজনীতিবিদদের আজীবন নির্বাসনের পক্ষে সওয়ার করেছিল নির্বাচন কমিশন। তবে জুলাইয়ে নিজেদের অবস্থান বদলায় তারা। তাতে ক্ষুব্ধ হয়েছিল সুপ্রিম কোর্ট। বিচারপতি রঞ্জন গগৈ ও নবীন সিনহার বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছিল, স্বাধীন সংস্থা হতে চাওয়ার কোনও ইচ্ছা নেই কমিশনের। নীরব না-থেকে এব্যাপারে স্পষ্ট করে মত জানাতে হবে তাদের। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর এবার আগের অবস্থানে ফিরল নির্বাচন কমিশন।
এই আইন কার্যকর হলে রাজনীতিবিদদের মধ্যে দুর্নীতির প্রবণতা কমতে পারে বলে মত অনেকের।
আরও পড়ুন, বিচারপতিদের বেতনবৃদ্ধির ব্যাপরটা কি ভুলে গেল কেন্দ্র? প্রশ্ন সুপ্রিম কোর্টের