বিচারপতিদের বেতনবৃদ্ধির ব্যাপরটা কি ভুলে গেল কেন্দ্র? প্রশ্ন সুপ্রিম কোর্টের
নিজস্ব প্রতিবেদন: বিচারপতিদের বেতনবৃদ্ধির বিষয়টি কি বেমালুম ভুলে গিয়েছে সরকার? এক মামলার শুনানিতে কেন্দ্রকে এই প্রশ্নই করল সুপ্রিম কোর্ট।
সম্প্রতি সপ্তম বেতন কমিশনের সুপারিশ লাগু হওয়ার পর বেতন বেড়েছে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীর। কিন্তু বেতন বাড়েনি বিচারপতিদের। সেই নিয়েই এদিন কেন্দ্রকে প্রশ্নের মুখে দাঁড় করালো সর্বোচ্চ আদালত।
আরও পড়ুন - নিউ ইয়র্কে ফের জঙ্গিহানা, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত ৮, আহত বহু
আদালতের কর্মীদের পোশাক পরিচ্ছন্ন রাখা বাবদ ভাতা সংক্রান্ত এক মামলার শুনানিতে বিচারপতি জে চেলামেশ্বর ও বিচারপতি এস আব্দুল নজির অতিরিক্ত সলিসিটর জেনারেল পিএস নরসিমাকে প্রশ্ন করেন, ''সু্প্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের সপ্তম বেতন কমিশন অনুসারে বেতনবৃদ্ধির ব্যাপারটি কী হল?''
ইতিমধ্যে বিচারপতিদের সপ্তম বেতন কমিশনের অন্তর্ভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। যদিও তা এখনো কার্যকর হয়নি। বিচারপতিদের বেতনবৃদ্ধির জন্য সংসদে সংশোধনী পেশ করতে হয়। কিন্তু এখনো সেব্যাপারে উদ্যোগী হয়নি কেন্দ্রীয় সরকার।