ওয়েব ডেস্ক: জেলাশহর কিংবা মহকুমা শহরই শুধু নয়, কমিশনের নজরদারি এবার প্রত্যন্ত গ্রামেও। প্রতিটি এলাকার বৈশিষ্ট্য চিহ্নিত করে চলছে তল্লাসি। এমনকি ভোটদানের কম হার নিয়েও নজরদারি চালাচ্ছে কমিশন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হুগলির পাণ্ডুয়ার একটি গ্রামে ইলেকট্রিক পোস্টে রাজনৈতিক দলের পতাকা টাঙানো ছিল। তাও নজর এড়াল না কমিশনের। পাণ্ডুয়ার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন কমিশনের কর্মীরা। সরকারি দেওয়ালে রাজনৈতিক প্রচার হোক কিম্বা নিয়ম ভেঙে ঝোলানো হোর্ডিং। খুলে ফেলা হচ্ছে সব কিছুই ।


উত্তর ২৪ পরগনার সীমান্ত লাগোয়া স্বরূপনগরে যৌথভাবে বাড়ি বাড়ি তল্লাশি চালায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিস। সীমান্ত লাগোয়া হওয়ায় ভোটের সময় বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা অনায়াসেই স্বরুপনগরে চলে আসতে পারে। প্রতিবারই অভিযোগ হয়, এলাকার বিভিন্ন বাড়িতে আশ্রয় নিয়ে রাজনৈতিক দলের হয়ে বুথে বুথে হামলা চালায় দুষ্কৃতীরা। এবার তাই আগে থেকেই বাড়ি বাড়ি ঘুরে তল্লাশি চালাল কেন্দ্রীয়বাহিনী।


হাড়োয়ার বিভিন্ন মেছোভেড়িতে লুকানো থাকে দুষ্কৃতীদের অস্ত্র। এমনই অভিযোগ উঠেছে বহুবার। সেকারণে হাড়োয়ার বিভিন্ন এলাকায় তল্লাশি চালায় কেন্দ্রীয় বাহিনী। দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন এলাকায় কোথাও ভোট বেশি পড়ে, কোথাও কম। ভোট বিন্যাসে অসাম্যের কারণ খুঁজতে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন নির্বাচন কমিশনের প্রতিনিধি দল।