ওয়েব ডেস্ক: যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হকার উচ্ছেদের সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।মুম্বইয়ের এলফিনস্টোন স্টেশনে পদপিষ্টের ঘটনা থেকে শিক্ষা নিয়েছেন রেল কর্তারা। তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, স্টেশনে ঢোকা ও বেরানোর মুখে হকারদের রাখা হবে না। পাশাপাশি ফুটব্রিজ থেকেও সরিয়ে দেওয়া হবে হকারদের।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত শুক্রবার এলফিনস্টোন রোড স্টেশনের ফুটব্রিজে পদপিষ্টের ঘটনায় ২৩ জনের মৃত্যু হয়েছে। পশ্চিম রেলওয়ের মুখপাত্র রবীন্দ্র ভাস্কর জানিয়েছেন, প্রায়ই হকার উচ্ছেদ করা হয়। তবে এবার থেকে নিয়মিত অভিযান চলবে। আরপিএফ এবং জিআরপি মিলিতভাবে হকার উচ্ছেদ অভিযান চালাবে।


যাত্রী ও রেল কর্মীদের দাবি, তুলে দেওয়ার পর আবার হকাররা এসে বসে পড়েন। এর স্থায়ী সমাধান করতে হবে রেলকে। ভাস্করবাবু জানিয়েছেন, এনিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে। প্রতিটি স্টেশনে হকারমুক্ত এলাকা ঘোষণা করা হবে। হকারদের নিয়ে অভিযোগ আসে, সেগুলি বৃহন্মুম্বই পুর এলাকার আওতায়। ফলে অনেকক্ষেত্রেই ব্যবস্থা নেওয়া সম্ভব হয়ে ওঠে না। পশ্চিম রেলওয়ে এই সিদ্ধান্ত নিলেও দেশের অন্যান্য জোনগুলিও এই পথে হাঁটবে কিনা, তা স্পষ্ট নয়।


আরও পড়ুন, টেলিকম ক্ষেত্রে ছাঁটাই হচ্ছে প্রায় দেড় লক্ষ কর্মী