ওয়েব ডেস্ক : ডিজিটাল ইকোনমি। ক্যাশলেস স্যালারি। এবার থেকে এটাই হতে হবে। স্যালারি বা বেতন হতে হবে ক্যাশলেস। অনলাইনে অথবা চেকে। বাধ্যতামূলকভাবে। এই মর্মেই অর্ডিন্যান্স পাস হয়ে গেল কেন্দ্রীয় মন্ত্রিসভায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নোট বাতিলে দেশে নগদের আকাল। এই পরিস্থিতি দাঁড়িয়ে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভায় একটি অর্ডিন্যান্স পেশ করা হয়। যেখানে বলা হয় পেমেন্ট ওয়েজ অ্যাক্ট, ২০১৬-র ৬ নম্বর ধারাটি সংশোধনের জন্য। যাতে বলা হয়, ব্যবসা ও বেসরকারী ক্ষেত্রে এবার থেকে স্যালারি যেন অতি অবশ্যই অনলাইনে অথবা চেকে করা হয়।


এখন কোনও আইন সংশোধনের জন্য অর্ডিন্যান্স আনা হয়ে থাকে। যার মেয়াদ ছয় মাস। তার মধ্যে সরকারকে সেই অর্ডিন্যান্সকে সংসদে পাস করাতে হবে।


আরও পড়ুন, ফের সিদ্ধান্ত বদল RBI-এর, ৩০ ডিসেম্বর পর্যন্ত যত খুশি টাকা জমা দেওয়া যাবে