বান্দিপোরায় ফের সেনা-জঙ্গি গুলির লড়াই, ১ জওয়ান সহ নিহত ৩
ফের অশান্ত কাশ্মীর। আজ ভোর হতে না হতেই জম্মু-কাশ্মীরের বান্দিপোরা জেলায় সেনা-জঙ্গির গুলির লড়াই বাঁধে। ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন এক জওয়ান। সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে ২ জঙ্গিও।
ওয়েব ডেস্ক : ফের অশান্ত কাশ্মীর। আজ ভোর হতে না হতেই জম্মু-কাশ্মীরের বান্দিপোরা জেলায় সেনা-জঙ্গির গুলির লড়াই বাঁধে। ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন এক জওয়ান। সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে ২ জঙ্গিও।
পুলিস জানিয়েছে, ১৩ নম্বর রাষ্ট্রীয় রাইফেলস ও স্পেশাল অপারেশন গ্রুপ (SOG)-র কাছে খবর ছিল জঙ্গিদের গতিবিধি সম্পর্কে। সেই মত গতকাল রাতেই মানজপোরা গ্রাম ঘিরে ফেলে জওয়ানরা। ভারতীয় সেনার অস্তিত্ব টের পেতেই, বিপদ বুঝে গুলি চালাতে করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় জওয়ানরা। তখনই নিহত হয় দুই জঙ্গি। এই মুহূর্তে গুলির লড়াই থামলেও তল্লাশি অভিযান জারি রয়েছে।
অন্যদিকে, বারামুলার তুজ্জর গ্রামের একটি বাড়িতেও এক জঙ্গি আত্মগোপন করে রয়েছে বলে খবর পায় সেনা। সেই বাড়িটিও ঘিরে ফেলে জওয়ানরা। সেখানেও গুলির লড়াই চলছে বলে খবর।
আরও পড়ুন, সীমান্তে পাক নৃশংসতার কড়া জবাব দিতে শুরু করল ভারত