নিজেস্ব প্রতিবেদন : ফের জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষী বাহিনীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল জম্মু ও কাশ্মীর। বান্দিপোরা জেলার মীর মহল্লা এলাকায় সংঘর্ষে শহীদ হলেন এক পুলিসকর্মী। গুলির লড়াইয়ে নিহত হয়েছে এক লস্কর জঙ্গিও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, রবিবার ভোর থেকেই শুরু হয় সংঘর্ষ। জঙ্গিদের প্রতিহত করতে সেখানে দফায় দফায় চলে গুলির লড়াই। সেইসঙ্গে গোটা এলাকাজুড়ে শুরু হয়েছে তল্লাশি।  


গত কয়েক বছর ধরে দফায় দফায় জঙ্গি-সেনা সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠছে কাশ্মীর উপত্যকা। জঙ্গিরা শুধুমাত্র নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে সংঘর্ষের পরই শান্ত হচ্ছে তা নয়, আক্রমণ করছে উপত্যকার সাধারণ মানুষের ওপরও। কেন্দ্রের তরফে কাশ্মীর সমস্যার সমাধানে একাধিক উদ্যোগ নেওয়া হলেও, পরিস্থিতি সেভাবে বদল হয়নি এখনও।


আরও পড়ুন- 'আজাদি' বলতে 'স্বশাসন' বোঝাতে চান কাশ্মীরিরা, দাবি চিদাম্বরমের