পীযূষ গোয়েল আসার পর কয়েক ঘণ্টার ব্যবধানে জোড়া রেল দুর্ঘটনা
ওয়েব ডেস্ক: রেলমন্ত্রী বদলেও বদলাল না ভারতীয় রেলের ভাগ্য। সুরেশ প্রভুর থেকে পীযূষ গোয়েল দায়িত্ব নেওয়ার পর একইদিনে ঘটল জোড়া রেল দুর্ঘটনা। দুর্ঘটনাগ্রস্ত দেশের প্রিমিয়াম ট্রেন রাজধানীও। দিল্লির শিবাজি ব্রিজের কাছে বেলাইন রাজধানীর ইঞ্জিন ও পাওয়ার কার। হতাহতের কোনও খবর মেলেনি।
রেলের মুখপাত্র জানিয়েছেন, ঘটনাটি তেমন বড় নয়। স্টেশনে ঢোকার আগে ট্রেন ধীর গতিতে চলছিল। যাত্রীরা নিরাপদে আছেন।
এদিনই ভোরে উত্তরপ্রদেশের সোনভদ্রে লাইনচ্যুত হয়েছিল শক্তিপুঞ্জ এক্সপ্রেস। বেলাইন হয়েছে তিনটি এসি, দুটি জেনারেল কামরা-সহ একটি পার্সেল কোচ এবং গার্ডের কামরা। হাওড়া থেকে মধ্যপ্রদেশের জবলপুরে ট্রেনটি যাচ্ছিল। হতাহতের অবশ্য কোনও খবর মেলেনি।
প্রসঙ্গত পর পর রেল দুর্ঘটনার পর নৈতিক দায় নিয়ে সরে গিয়েছেন সুরেশ প্রভু। তাঁর জায়গায় এসেছেন পীযূষ গোয়েল।
আরও পড়ুন, উত্তরপ্রদেশে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত হল শক্তিপুঞ্জ এক্সপ্রেসের ৭টি কামরা