নিজস্ব প্রতিবেদন:  ফের চলতি অর্থবর্ষে কমতে পারে ইপিএফও-র সুদের হার। ২০১৬-১৭ সালে ১৫ বেসিস পয়েন্ট সুদের হার কমিয়ে করা হয়েছিল ৮.৬৫ শতাংশ। এর ফলে ক্ষতিগ্রস্ত হতে পারেন ৪.৫ কোটি গ্রাহক।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৫-১৬ অর্থবর্ষে ইপিএফও-তে সুদের হার ছিল ৮.৮ শতাংশ। ২০১৬-র ডিসেম্বরে সুদের হার কমিয়ে ৮.৬৫ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতদিন সেই হারেই ইপিএফও-তে সুদ মিলছিল। কিন্তু এবার তা আরও কমতে পারে বলে শ্রমমন্ত্রক সূত্রে খবর।


আরও পড়ুন: ১২ বছরের নীচে শিশুদের ধর্ষণ করলেই ফাঁসি!


কিন্তু কেন এমনটা হবে?


পিটিআইকে দেওয়া সাক্ষাত্কারে শ্রমমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, মূলত বন্ডের মতো লগ্নি থেকে কম আয় হওয়ার ফলেই সুদের হারে কাটছাঁট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ইটিএফের ইউনিট সরাসরি ইপিএফ সদস্যদের অ্যাকাউন্টে জমা করার সিদ্ধান্তকেও এর জন্য দায়ী করেছেন তিনি।


আরও পড়ুন: ‘স্ত্রী-কে নিজের কাছে রাখার জন্য স্বামীকে বাধ্য করতে পারি না’, জানাল শীর্ষ আদালত


কত কমতে পারে ইপিএফ-এর সুদের হার?


শ্রম মন্ত্রকের আধিকারিক জানিয়েছেন, চলতি আর্থিক বছরে আয়ের হিসাব এখনও সম্পূর্ণ হয়নি। তা হয়ে গেলেই, ইপিএফ-এ সুদের হার ধার্য করা হবে।