ওয়েব ডেস্ক : সাংসদ পদে শপথ নিলেন ডক্টর সুভাষ চন্দ্র। আজ রাজ্যসভায় শপথ নেন তিনি। শপথের দিনে সংসদে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা। ড. সুভাষ চন্দ্র জানিয়েছেন, তিনি সাধারণ মানুষের উন্নয়নের জন্য কাজ করতে চান। সেজন্যই সংসদের অলিন্দে তাঁর পা রাখা।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১১ জুন হরিয়ানা থেকে রাজ্যসভা নির্বাচনে জয়ী হন ডক্টর সুভাষ চন্দ্র। বিভিন্ন দল তাঁকে সমর্থন করে। বুধবার রাজ্যসভায় শপথ নিলেন তিনি। রাজনীতির অলিন্দে পা রাখার কারণই শুধু নয়, ভবিষ্যত পরিকল্পনার কথাও জানিয়েছেন ডক্টর সুভাষ চন্দ্র। আগামী দিনে সংসদীয় রাজনীতিতে  সক্রিয়ভাবে অংশ নিতে চান বলে জানান তিনি।


এদিকে, যেদিন তিনি সাংসদ হিসাবে শপথ নিলেন সেদিনই রাজ্যসভায় পেশ হল GST বিল। GST চালু হলে গোটা দেশে ব্যবসা করা আগের চেয়ে সহজ হবে বলে মত ডক্টর সুভাষ চন্দ্রর।