জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র, এয়ার ডিফেন্স সিস্টেমের মতো বহু আন্তর্জাতিক মানের অস্ত্র রয়েছে ভারতের ভাণ্ডারে। অগ্নি, শৌর্য, ব্রহ্মসের মতো ক্ষেপণাস্ত্রে রয়েছে ভারতের হাতে। তার পরেও ভারতের হাতে রয়েছে এক মারাত্মক অস্ত্র। এটির পোশাকি নাম কালী অর্থাত্ কিলো অ্যাম্পিয়ার লিনিয়ার ইঞ্জেকটার। এটি তৈরি করেছে ডিআরডিও ও ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বিদ্যুত্ সরবারহ ৬০ শতাংশ কম করে দিল আদানি গোষ্ঠী, অন্ধকারে ঢুবতে চলেছে বাংলাদেশ


কীভাবে কাজ করে কালী। এটি অত্যন্ত শক্তিশালী ইলেকট্রন তৈরি করতে পারে। সেটি বদলে যায় ইলেকট্রো ম্যাগনেটিক রেডিয়েশনে। যেমনটা মাইক্রোওয়েভে হয়ে থাকে। এটি যেকোনও শক্তিশালী ইলেকট্রনিক যন্ত্রকে ধ্বংস বা বিকল করে দিতে পারে।


শত্রুর মিসাইল, ড্রোন ও বিমানের ইলেকট্রনিক ডিভাইসকে এটি বিকল করে দিতে পারে। এটি শত্রুর রেডারকেও নষ্ট করে দিতে পারে। এনিয়ে খুব বেশি কিছু তথ্য প্রকাশ করেনি কেন্দ্র। ফলে জানা যায়নি অপারেশন করার মতো কতটা তৈরি এটি। তবে একথা ঠিক যে এটি মিসাইল, বিমান, ড্রোন ধ্বংস করতে সক্ষম।


২০১৮ সালে কালী ৫০০০ প্রকল্প নিয়ে সংসদের প্রশ্ন করা হয় তত্কালীন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিক্করকে। তবে এনিয়ে প্রকাশ্যে কিছু বলতে অস্বীকার করেন।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)