ওয়েব ডেস্ক: ফের এভারেস্ট জয় নিয়ে বিতর্ক। চলতি বছরের ২৩ মে এভারেস্ট জয় করেছেন বলে দাবি পুণের দম্পতি দীনেশ রাঠোর ও তারকেশ্বরী রাঠোর। কিন্তু এভারেস্টজয়ী সত্যরূপ সিদ্ধান্ত সহ অন্য পর্বতারোহীদের দাবি, ওই দম্পতি আদৌ এভারেস্ট জয় করেননি। রাঠোর দম্পতি যে ছবি দেখাচ্ছেন সেটি ফটোশপ করা হয়েছে। দাবির সপক্ষে পর্বতারোহীরা যে প্রমাণ দিচ্ছেন তা হল, ছবিতে ওই দম্পতিকে লাল পোশাকে দেখা যাচ্ছে। কিন্তু সামিটের সময় ওই দম্পতি হলুদ পোশাকে ছিলেন। পায়ের জুতোর রংও আলাদা। সম্প্রতি সুনীতা হাজরা এভারেস্ট জয় করেছেন কিনা তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পুণের দম্পতির এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে পর্বতারোহীমহলে। যদিও রাজ্যের যুবকল্যাণ দফতরের পর্বতারোহী শাখা এবিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি। 


পুণের দম্পতির এই ঘটনা অ্যাডভেঞ্চার স্পোর্টসের পক্ষে বড় কলঙ্ক। প্রমাণ না থাকলে তিনিও বুঝতেন না যে তাঁর ছবি ফটোশপ করা হয়েছে। প্রতিক্রিয়া এভারেস্টজয়ী পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্তের।