ওয়েব ডেস্ক: পাঁচ রাজ্যের ভোটগ্রহণ শেষ হতেই, গতকাল বিভিন্ন চ্যানেল-ওয়েবসাইটে শুরু হয়ে যায় এক্সিট পোল। ফল ঘোষণার দু দিন আগেই জানিয়ে দেওয়া হয় কী হতে চলেছে ভোটের ফল। সব কটা সমীক্ষাতেই দেখানো হয় রাজ্যে ফের ক্ষমতায় আসতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এখানেই শুরু হয়েছে জোর তর্ক। বিরোধী সমর্থকরা মানতে নারাজ এই এক্সিট পোলের সমীক্ষা। এই সময়ই দেখা নেওয়া যাক এক্সিট পোলের ফল কী বাস্তবে মেলে?সম্প্রতি হয়েছিল বিহার নির্বাচন সেখানে কী মিলেছিল? দেখে নিন এক নজরে


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিহার ভোটের ফল ঘোষণার দিন দুয়েক আগে প্রকাশিত এক্সিট পোল


কোন সংস্থা বা চ্যানেল বলেছিল বিজেপি পাবে মহাজোট পাবে (লালু+নীতীশ+কংগ্রেস) অন্যান্যরা পাবে
এনডিটিভি ১১৮-১২৫টি আসন ১২০-১২৮টি আসন ৫-৭টি আসন
এবিপি-এসি নিয়েলসন ১০৮ ১৩০
ইন্ডিয়া টুডে ১২০ ১১৭
নিউজ নেশন ১১৭ ১২২ ১০
নিউজ এক্স ৯৩ ১৩২ ১৮
টুডেস চানক্য ১৫৫ ৮৩
ইন্ডিয়া টিভি-সি ভোটার ১১১ ১২২ ১০
আজ তক ১২০ ১১৭

বাস্তবে ভোটের ফল কী হয়েছিল


মোট আসন-২৪৩


মহাজোট জয়ী (লালু+নীতীশ+কংগ্রেস)-১৭৮।। বিজেপি ও তাদের সহযোগীরা জয়ী-৫৯।। অন্যান্য-৬


কেউই বাস্তবের ফলের ধারেকাছে আসতে পারেনি।


২০১৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের এক্সিট পোল এক নজরে


কোন সংস্থা তৃণমূল জিতবে জোট জিতবে বিজেপি জিতবে
ইন্ডিয়া টুডে ২৩৩-২৫৩ ৩৮-৫১ ১-৫
টাইমস নাও-সি ভোটার ১৬৭ ১২০
এবিপি-এসি নিয়েলসন ১৬৩ ১২৬
টুডেজ চাণক্য ২১০ ৭০ ১৪