বাজেট ঘোষণার দিন জয়পুরে বেলাইন এক্সপ্রেস
সঙ্গানেরে এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিজস্ব প্রতিবেদন : বাজেট ঘোষণার দিন-ই বিপর্যয়। জয়পুরে দুর্ঘটনার কবলে সঙ্গানেরে-দয়োদয় এক্সপ্রেস।
জানা গিয়েছে, জয়পুরের শিবদাসপুর এলাকায় বেলাইন হয়ে যায় ট্রেনটি। ইঞ্জিন ও ৪ টি কামরা বেলাইন হয়ে যায়। জব্বলপুর থেকে আজমেড় যাচ্ছিল ট্রেনটি। সেইসময়ই সঙ্গানেরে এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আতঙ্কিত যাত্রীরা জানিয়েছেন, হঠাত্ একটা প্রবল ঝাঁকুনি অনুভূত হয়। তারপরই দাঁড়িয়ে যায় ট্রেনটি। মুহূর্তের মধ্যে আতঙ্ক গ্রাস করে যাত্রীদের। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা।