ওয়েব ডেস্ক : পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বদল ও জমা দেওয়ার ক্ষেত্রে নতুন নির্দেশিকা দিল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। বাড়ানো হল পুরনো নোট বদলের সময়সীমা। তবে এই সু‌যোগ কিন্তু সবার জন্য নয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ATM-এ টাকা তোলার উর্ধ্বসীমা বাড়লেও স্বস্তিতে নেই আম জনতা!


নির্দেশিকায় বলা হয়েছে, ‌যেসব অনাবাসী ভারতীয়দের হাতে এখনও পুরনো নোট রয়ে গেছে তাঁরা ওই বাতিল নোট বদল করতে পারবেন আগামী ৩০ জুন প‌র্যন্ত। অন্যদিকে, ‌যেসব ভারতীয় সিটিজেন বিদেশে রয়েছেন এবং এতদিন বাতিল নোট বদল করতে পারেননি, তারা ওই নোট বদল করতে পারবেন আগামী ৩১ মার্চ প‌র্যন্ত।


তবে এই নোট বদলের ক্ষেত্রে থাকছে কিছু বিশেষ শর্তাবলী। গত ৮ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর তারা যে দেশের বাইরে ছিলেন তার উপ‌যুক্ত প্রমাণ দাখিল করতে হবে নোট বদলের ক্ষেত্রে। এই সুযোগ শুধুমাত্র মিলবে রিজার্ভ ব্যাঙ্কের মুম্বই, দিল্লি, চেন্নাই, কলকাতা ও নাগপুর শাখায়।