নিজস্ব প্রতিবেদন: ফের বিপর্যয় ফেসবুকে। রবিবার দুপুরের পর আচমকাই ফেসবুকের পরিষেবা বন্ধ হয়ে যায়। একই সঙ্গে পরিষেবা বন্ধ হয়ে যায় হোয়াটস অ্যাপ ও ইনস্টাগ্রামেরও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


রবিবার দুপুরে ফেসবুকের ডেস্কটপ ভার্সান বন্ধ হয়ে যায়। এমনকী, হোয়াটস অ্যাপ ও ইনস্টাগ্রামের ডেস্কটপ বন্ধ হয়ে যায়। তবে মোবাইল অ্যাপে পরিষেবা স্বাভাবিক ছিল। মোবাইলে অন্যসময়ের মতো সকলেই ফেসবুক, হোয়াটস অ্যাপ, ইনস্টাগ্রাম করতে পেরেছেন।


আরও পড়ুন: ‘মিত্রোঁ’ সম্বোধন করে বিজেপিকে রোখার বার্তা বন্দি লালুর


ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপের বড় অংশে এর প্রভাব পড়ে। এশিয়াতেও ফেসবুকের পরিষেবা বন্ধ হয়ে যায়। কয়েক মিনিটের মধ্যে প্রায় তিন হাজার অভিযোগ জমা পড়ে। ট্যুইটারে এ নিয়ে অনেকে প্রতিক্রিয়া জানাতে থাকেন।


তবে এর আগে যতবার ফেসবুকের পরিষেবা বিপর্যস্ত হয়েছে, ততবারই যুদ্ধকালীন তত্পরতায় পরিষেবা স্বাভাবিক করা হয়েছে ফেসবুকের তরফে। এদিন অবশ্য কয়েক ঘণ্টা পরও পরিষেবা স্বাভাবিক হয়নি।