নিজস্ব প্রতিবেদন :  মৃত্যু হল বহু কোটি টাকা স্ট্যাম্প কেলেঙ্কারির নায়ক আবদুল করিম তেলগির। বৃহস্পতিবার বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে তাঁর মৃত্যু হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বেঙ্গালুরু পুলিসের তরফে জানানো হয়েছে, সপ্তাহখানেক আগে তেলগিকে ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার কোমায় চলে ‌যান তেলগি। বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটে নাগাদ তাঁর মৃত্যু হয়েছে।


কোটি কোটি টাকার স্ট্যাম্প পেপার জালিয়াতি করে গোটা দেশকে চমকে দিয়েছিলেন তেলগি। বলা ‌যেতে এই প্রথম এমন বহরের কেলেঙ্কারি দেখেছিল দেশ। জাল স্ট্যাম্প পেপার ছেপে বিপুল টাকা আয় করেছিলেন তেলগি।


জালিয়াতির অপরাধে ২০০৭ সাল থেকেই কর্ণাটকের পারাপান্না জেলে বন্দি ছিলেন তেলগি। আদালত তাঁকে ৩০ বছরের কারাদণ্ড দেয়। বেশকিছু দিন ধরেই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন তেলগি। কয়েক দিন আগে তিনি শ্বাসকষ্টের অভি‌যোগ করেন। তার পরেই তাঁকে ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়।


আরও পড়ুন-আধার না থাকলেও গরিবদের দিতে হবে রেশন, রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের