ওয়েব ডেস্ক: রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজনের বিদায় ঘোষণার প্রভাব কি এবার শেয়ার বাজারে? সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই সেনসেক্স পড়ল দেড়শো পয়েন্টেরও বেশি। শেয়ার সূচক নিফটিরও পতন। ডলারের তুলনায় টাকার দামও পড়ল শূন্য দশমিক আট শতাংশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার রঘুরাম রাজন জানিয়ে দেন সেপ্টেম্বরের পর আর রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে থাকতে চান না তিনি। রাজনের বিদায় ঘোষণায় তোলপাড় জাতীয় রাজনীতি। এজন্য সরাসরি বিজেপিকে দায়ী করেছে কংগ্রেস।


সাবধানী আর্থিক নীতি নিয়ে চলায় মোদী সরকারের একাধিক মন্ত্রীর সঙ্গে মতবিরোধ হয়েছে রঘুরাম রাজনের। রাজন বিদায়ে তাই আঙুল উঠছে বিজেপির দিকেই। এরই মধ্যে আবার শেয়ার বাজারে ধাক্কা। বিশেষজ্ঞদের মতে, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের বিদায় ঘোষণার প্রভাব দেখা দিচ্ছে শেয়ার বাজারে।