নিজস্ব প্রতিবেদন: পিএনবি দুর্নীতিতে মূল অভি‌যুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদীর ২৫০ একর জমি দখল করে নিল কৃষকরা। শুধু তাই নয়, বহুদিন ধরে পড়ে থাকা সেই জমিতে শনিবার চাষও শুরু করে দিলেন কয়েকশো কৃষক। তাঁদের দাবি, জমি মাফিয়াদের কাজে লাগিয়ে জলের দরে ওই জমি তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-নরেন্দ্র মোদীর দেওয়া প্রতিটি প্রতিশ্রুতিই নাটক : সোনিয়া গান্ধী


মহারাষ্ট্রের আহমেদনগরে ওই ২৫০ একর জমি তাদের বলে দাবি করেছেন কৃষকরা। সংবাদ সংস্থা এএনআইকে এক কৃষক জানিয়েছেন, ‘নিজের প্রভাব খটিয়ে জোর করে ওই জমি দখল করে নিয়েছিলেন নীরব মোদী। এই জমির মালিক আমরাই। ব্যাঙ্ক নীরব মোদীকে কোটি কোটি টাকা দিয়েছে। কিন্তু আমরা জমির জন্য ১০ হাজার টাকার বেশি পাইনি। এর প্রতিবাদেই আমরা ভূমি আন্দোলন শুরু করেছি।’


উল্লেখ্য, গত সপ্তাহেই বামেদের ডাকে কৃষিঋণ মকুব সহ একগুচ্ছ দাবিতে মহারাষ্ট্র বিধানসভা অভি‌যান করে কয়েক হাজার কৃষক। চাপে পড়ে তাদরে দাবি মেনে নিতে বাধ্য হয় ফড়নোবিশ সরকার‍। এবার চাষিরা জোর করেই তাদের হারানো জমি দখল করে নিল।