নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রের সঙ্গে একের পর এক বৈঠক ব্যর্থ। চার সপ্তাহ ধরে চলছে দিল্লিতে কৃষক আন্দোলন। সেই আন্দোলন আরও জোরদার করতে এবার নতুন কর্মসূচি ঘোষণা করল আন্দোলনকারীরা কৃষকরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার স্বরাজ ইন্ডিয়ার(Swaraj India)প্রধান যোগেন্দ্র যাদব(Yogendra Yadav) বলেন, সোমবার ২৪ ঘণ্টার রিলে অনশন(Relay Hunger Strike) শুরু করবেন কৃষকরা। দিল্লি-সহ বিভিন্ন রাজ্যে যোখানেই কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে সেখানেই ওই অনশন চলবে। দিল্লির সিংঘু সীমান্তে অনশন শুরু করবেন আন্দোলনকারী।



আরও পড়ুন- '৫ বছরে সোনার বাংলা গড়ে দেব', Bolpur-এ 'শাহি শো' থেকে অমিত বার্তা



অন্যদিকে, কৃষক নেতা জগজিত্ সিং ডালেওয়ালা বলেন, আগামী ২৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত দিল্লি-হরিয়ানা সীমান্তে জাতীয় সড়কে টোল আদায়ে বাধা দেবে কৃষকরা। পাশাপাশি আগামী ২৭ ডিসেম্বর প্রধানমন্ত্রীর মন কি বাত রোডিও ভাষণ যতক্ষণ চলবে ততক্ষণ ঘরে ঘরে থালা বাজানোর আহ্বান করা হচ্ছে আন্দোলনকারী কৃষক পরিবারগুলিকে।


কৃষক নেতা ও আন্দোলনকারী কৃষক সংগঠনগুলির মুখপাত্র রাকেশ সিং টিকায়েত(Rakesh Singh Tikayet) বলেন, আগামী ২৩ ডিসেম্বর কিষান দিবস(Kishan Diwas) পালন করা হবে। সবাইকে অনুরোধ ওইদিন কেউ বাড়িতে দুপুরে রান্না করবেন না।



আরও পড়ুন-যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকেই রাজ্যের ৩ IPS-কে তলব, সাফ জানালেন Amit Shah


উল্লেখ্য, কেন্দ্রের ৩ কৃষি আইন বাতিলের দাবিতে গত চার সপ্তাহ দিল্লি সীমান্ত বসে রয়েছেন পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও মধ্যপ্রদেশের হাজার হাজার কৃষক। শীত ও অন্যান্য রোগের কারণে ইতিধ্যেই কয়েকজন কৃষকের মৃত্যু হয়েছে। তার পরেও তাঁদের দাবি, আন্দোলন আরও তীব্র হবে। সরকার কৃষি আইনে কিছু সংশোধন করতে চাইলেও কৃষকরা অনড়। বাতিল করতে হবে কৃষি আইন।