নিজস্ব প্রতিবেদন: দিল্লির পাশাপাশি পঞ্জাব-সহ দেশের অন্যান্য অংশেও তীব্র হচ্ছে কৃষি আইন বিরোধী আন্দোলন। শুক্রবার উত্তরাখণ্ডের উধম সিং নগরে পুলিসের সঙ্গে সংঘর্ষে  জড়িয়ে পড়লেন কৃষকরা। পাশাপাশি পঞ্জাবের ফাগওয়ারায় একদল বিজেপি নেতাকে ঘেরাও করলেন আন্দোলনকারী কৃষকরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'ইন্ড্রাস্ট্রি শব্দে মানুষকে বিভ্রান্ত করা সহজ হয়', Mamata-কে কটাক্ষ Mukul-এর


এদিন উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে কৃষকরা। তাদের বাধা দিতে ব্যারিকেড তৈরি করে পুলিস। সেই ব্যারিকেডের কাছে ট্র্যাক্টর নিয়ে হাজির হন আন্দোলনকারীরা শুরু হয় ধস্তাধস্তি। পুলিস ব্যারিকেড ঠেলে কৃষকদের ঠেকানোর চেষ্টা করলে ব্যারিকেড ভেঙে পুলিসের দিকে ট্র্যাক্টর নিয়ে তেড়ে যান কৃষকরা। ভয়ে রাস্তা ছেড়ে দেয় পুলিস।



অন্যদিকে, ভারতীয় কিষাণ ইউনিয়নের সদস্যরা আজ পঞ্জাবের ফাগওয়ারায় একটি হোটেল ঘিরে ফেলে। ওই হোটেলে এক অনুষ্ঠানে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ীর জন্মদিন পালন করতে এসেছিলেন একঝাঁক বিজেপি নেতা। পরিস্থিতি বেগতিক দেখে ওইসব BJP নেতাদের হোটেলের পেছনের দরজা দিয়ে বের করে দেওয়া হয়।


আরও পড়ুন-ন্যানো হারানো জমিতে এবার কৃষিভিত্তিক শিল্প, কী বলছে সিঙ্গুর?


বিক্ষোভকারীদের দাবি, ওই হোটেলটির মালিক এক বিজেপি নেতা । হোটেল ঘিরে বিক্ষোভ শুরু হওয়ার পরেও সেখানে এসে হাজির হন বিজেপির একাধিক নেতা। তাদেরও আটকে দেওয়া হয়। আটকে পড়েন জেলা বিজেপি মহিলা মোর্চা প্রধান ভারতী শর্মা।