নিজস্ব প্রতিবেদন: সপ্তম বৈঠকও বিফলে গেল। সোমবারও কেন্দ্র ও বিক্ষুব্ধ কৃষকদের বৈঠক থেকে কোনও সমাধানসূত্র বেরিয়ে এল না। অষ্টম দফার বৈঠক হবে আগামী ৮ জানুয়ারি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৪০টি কৃষক সংগঠনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, যদি ২৬ জানুয়ারির মধ্যে এ বিষয়ে কোনও ফয়সালা না হয়, তবে সংযুক্ত কিসান মোর্চার (Samyukt Kisan Morcha) তরফে হাজার হাজার কৃষক ট্রাক্টরে করে রাজধানীতে এসে Republic Day parade-য়ে অংশ নেবে। প্রসঙ্গত, ওই দিনই ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন (UK Prime Minister Boris Johnson) এ দেশে আসছেন।


এই আন্দোলনের সূত্রে এখনও পর্যন্ত ৫০ জন মারা গিয়েছেন।  


Also Read: কলকাতায় বনিতা সান্ধু, কোভিড আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডিতে