নিজস্ব প্রতিবেদন: ছিল চা, কফি, বিস্কুট। ছিল অন্য খাবার-দাবারও। কিন্তু কোনও আপ্যায়নই নিলেন না  তাঁরা। বৈঠকে নিজেদের নিয়ে যাওয়া খাবার দিয়েই মধ্যাহ্নভোজ সারলেন তাঁরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেশময় ছড়িয়ে পড়েছে এই খবর। কৃষি আইন প্রত্যাহার ও অন্যান্য দাবিতে আট দিন ধরে বিক্ষোভ জানাচ্ছেন কৃষকেরা। আজ ছিল চতু্র্থ বৈঠক। বিজ্ঞান ভবনে ৩ মন্ত্রীর সঙ্গে সেই বৈঠকে সরকারের জলস্পর্শ করলেন না কৃষক-প্রতিনিধিরা। বুঝিয়ে দিলেন, কৃষি আইন প্রত্যাহার করা ছাড়া আর কোনও কিছু দিয়েই তাঁদের সন্তুষ্ট করতে পারবে না সরকারপক্ষ।


কৃষকদের মূল দাবি, তিনটি কৃষক আইনই প্রত্যাহার করতে হবে। এই দাবিতেই অটল তাঁরা। দিল্লির একাধিক সীমানা অবরুদ্ধ করে আট দিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। আজকের বৈঠকে কৃষকদের পক্ষে ছিলেন ৪০ জন নেতা। বৈঠকের ফাঁকেই মধ্যাহ্নভোজের বিরতি ছিল। তখনই এই কাণ্ড! যা নিয়ে যথেষ্ট বিব্রত কেন্দ্র। আন্দোলনকারীরা সরকারের দেওয়া খাবার প্রত্যাখ্যান করে বিজ্ঞান ভবনের অন্দরেই বের করলেন নিজেদের সঙ্গে করে আনা খাবারদাবার। সেই খাবার খেয়েই আবার বসে পড়েন বৈঠকের দ্বিতীয় পর্বে!


আরও পড়ুন:  কৃষকদের স্বার্থ যাতে কোনও ভাবেই ক্ষুণ্ণ না হয়, সেটা দেখার আশ্বাস কেন্দ্রের!