ওয়েব ডেস্ক: জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন বেজায় বিপদে। বলা ভালো বিতর্কের কেন্দ্রবিন্দুতে। এবং তাঁর এই বিতর্ক রাজনীতি নিয়ে নয়, বরং, খানিকটা দেশাত্মবোধ নিয়ে।


মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার দিন আমন্ত্রিত ছিলেন এই অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব। যেমন ওই অনুষ্ঠানে হাজির ছিলেন অখিলেশ যাদব থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল কিংবা লালুপ্রসাদ যাদবরা। ওই অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত বাজার সময় সবাই যখন দাঁড়িয়ে ছিলেন, তখন নাকি ফোনে কথা বলছিলেন ফারুক আবদুল্লা। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী কীভাবে এমন কাজ করতে পারেন, তাই নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে সমালোচনা। এই বিষয়ে আপনার কী মত?