নিজস্ব প্রতিবেদন: দেশ জুড়ে বহুদিন ধরেই FASTag নিয়ে নানা চাপানউতোর চলছে। কেন্দ্রীয় সরকার দেশের টোলপ্লাজাগুলিতে এই পরিষেবা চালু করতে বদ্ধপরিকর। তবে কিছু কিছু পরিবহণ সংগঠন এ নিয়ে আপত্তিও জানিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিন্তু আগের ঘটনাক্রম যা-ই হোক, সোমবার মধ্যরাত থেকে সারা দেশে যাত্রী এবং পণ্যবাহী গাড়িতে FASTag লাগানো বাধ্যতামূলক করা হচ্ছে (deadline for FASTags)। এর আগে কেন্দ্র ১ জানুয়ারি থেকে ওই বিধি কার্যকর হওয়ার কথা জানালেও বিভিন্ন পরিবহণ সংগঠনগুলির আপত্তিতে সেই সময়সীমা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছিল। এর আগেও এ ক্ষেত্রে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের দেওয়া নির্ধারিত সময়সীমা ফুরিয়ে গিয়েছিল। 


আরও পড়ুন: গ্রেটা থুনবার্গের Toolkit মামলায় গ্রেফতার পরিবেশ ও সমাজকর্মী Disha Ravi, ভেঙে পড়লেন আদালতে


Union Minister Nitin Gadkari জানিয়ে দিয়েছেন দেশে দ্রুত toll plaza payment system-য়ে বদল এনে FASTag ব্যবস্থা চালু করতে হবে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রের খবর, দেশ জুড়ে নিজেদের টোল প্লাজায় নগদ লেনদেন কার্যত বন্ধ করাই তাঁদের লক্ষ্য।


কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, মাল্টি লেনে নগদে টোল মেটানোর যে সুযোগ ছিল তা বন্ধ হচ্ছে। FASTag না-থাকলে এই পেমেন্ট করা যাবে না। এর পরে যে সব গাড়িতে FASTag থাকবে না, তাদের টোল প্লাজায় জরিমানা দিতে হবে। গুনতে হবে প্রায় দ্বিগুণ টাকা। নতুবা টোল প্লাজা থেকে FASTag স্টিকার কিনে গাড়িতে লাগাতে হবে।


জানা গিয়েছে, এ রাজ্যের বেশির ভাগ গাড়িতেই FASTag স্টিকার নেই। ফলে, সোমবার থেকে রাজ্যে জাতীয় সড়কের টোল প্লাজায় গাড়ির ভিড় উপচে পড়বে বলে আশঙ্কা। 


আরও পড়ুন: কলকাতার কোন রুটে কত নম্বর বাস চলে জানেন? (দেখুন তালিকা)