ওয়েব ডেস্ক: মহাভারতের ধৃতরাষ্ট্র। পৌরাণিক মহিমায় ১০০ পুত্র সন্তানের বাবা কেবল তিনিই, তাঁর প্রতিযোগী কেউ ছিলেন না, আর পুরাণেও কোনও চরিত্র এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি যিনি এক জন্মে এতজন সন্তানের পালক ও জন্মদাতা পিতা! তবে এখন কলিযুগ। ঘোর কলিতে ঘোর সঙ্কটে ১০০ সন্তানের পিতা হওয়ার একমাত্র নজির! পাকিস্তানের সর্দার জান মোহাম্মদ খিলজি, বয়স ৪৬। ৩ স্ত্রীর দৌলতে এখন তিনি ৩৫ সন্তানের পিতা। এখানেই থেমে থাকতে চান না সর্দার জান মোহাম্মদ খিলজি। ইচ্ছে 'ধৃতরাষ্ট্র'কে ছোঁয়ার। ১০০ সন্তানের পিতা হতে চান তিনি। তাই এবার খোঁজ করছেন চতুর্থ স্ত্রীর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



মহাভারতের গান্ধারীর কথাও মনে আছে নিশ্চয়ই। ১০০ পুত্র সন্তানের বাবা যেমন ধৃতরাষ্ট্র, সেই শ'সন্তানের গর্ভধারিণী মা হলেন গান্ধারী। কিন্তু এক্ষেত্রে গান্ধারী হতে পারেননি কেউই। বরং এই বহুবিবাহ নিয়েই সর্দার জান মোহাম্মদ খিলজির বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছেন সমাজকর্মী রাফিয়া জাকারিয়া।