গরু কাটা ও গোমাংস খাওয়ার বিরুদ্ধে ফতোয়া জারি শিয়া বোর্ডের
`দ্য অলইন্ডিয়া শিয়া পার্সোনাল ল`বোর্ডে` (এআইএসপিএলবি)এর পক্ষ থেকে এবার কসাইখানার বিরুদ্ধে এবং গোমাংস খাওয়ার উপরে ফতোয়া জারি করা হল। লখনৌতে এআইএসপিএলবির এক্সিকিউটিভ কমিটির বৈঠকের পর এই ফতোয়া জারি করা হয়। ল বোর্ডের তরফে জানানো হয়েছে যে, বহুক্ষেত্রে `গরু কাটা` ও `গোমাংস খাওয়া`র কারণে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ায়, তাই সংগঠন এই সিদ্ধান্ত নিয়েছে বলে খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে।
ওয়েব ডেস্ক: "দ্য অলইন্ডিয়া শিয়া পার্সোনাল ল'বোর্ডে" (এআইএসপিএলবি)এর পক্ষ থেকে এবার কসাইখানার বিরুদ্ধে এবং গোমাংস খাওয়ার উপরে ফতোয়া জারি করা হল। লখনৌতে এআইএসপিএলবির এক্সিকিউটিভ কমিটির বৈঠকের পর এই ফতোয়া জারি করা হয়। ল বোর্ডের তরফে জানানো হয়েছে যে, বহুক্ষেত্রে 'গরু কাটা' ও 'গোমাংস খাওয়া'র কারণে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ায়, তাই সংগঠন এই সিদ্ধান্ত নিয়েছে বলে খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে।
উল্লেখ্য, এআইএসপিএলবির অন্যতম সদস্য মৌলানা ইয়াসুব আব্বাস জানিয়েছেন যে, এবিষয়ে তাঁরা শিয়া গোষ্ঠীর শীর্ষ ধর্মীয় ব্যক্তি আয়াতুল্লা শেখ বাসির নাজাফির সম্মতি নিয়ে তবেই ফতোয়া জারি করেছে। বর্তমানে আয়াতুল্লা শেখ বাসির নাজাফি ইরাকে অবস্থান করছেন। (দেখুন- দেশজুড়ে ভাইরাল যোগী আদিত্যনাথের একটি ছবি!)