নিজস্ব প্রতিবেদন: প্রায় ৪০০০ শূন্য আসনে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (FCI)।  আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে। বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্য আসনের সংখ্যা ৪,১০৩।  আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করতে ভিজিট করুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইটটি হল- fci.gov.in। একাধিক পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। পদগুলি হল, জুনিয়র ইঞ্জিনিয়র (সিভিল/ ইলেক্ট্রিক্যাল/মেকানিক্যাল), অ্যাসিস্টেন্ট গ্রেড (হিন্দি), স্টেনো গ্রেড-II (হিন্দি),  অ্যাসিস্টেন্ট গ্রেড- III (এজি III)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কীভাবে আবেদন করবেন:
অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। fci-এর অফিসিয়াল ওয়েবসাইটটি হল  fci.gov.in
‘online application process’ লেখা লিঙ্কটির ওপর ক্লিক করুন
বিজ্ঞপ্তিতে দেওয়া প্রয়োজনীয় তথ্য আপলোড করুন
স্ক্যান করা ছবি আপলোড করুন এবং অ্যাপলিকেশন ফি জমা দিন
‘Submit’ অপশনে ক্লিক করে আপেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন।
ডাউনলোড করুন। এবং পরবর্তী প্রয়োজনের জন্য প্রিন্টআউট বের করে রাখুন।


শিক্ষাগত যোগ্যতা:
ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা এবং ডিগ্রি থাকা বাধ্যতামূলক। এই সম্পর্কে বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন।  


বয়সের উর্ধ্বসীমা:
জুনিয়র ইঞ্জিনিয়র: প্রার্থীর বয়স ২৮-এর মধ্যে হওয়া বাঞ্ছনীয়।
স্টেনো: বয়সের উর্ধ্বসীমা ২৮ বছর
AG-III: প্রার্থীর বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
AG-II: ২৮ বছরের ওপর কোনও প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন না।
টাইপিস্ট: বয়সের উর্ধ্বসীমা ২৫ বছর।
সংসরক্ষিত আসনের প্রার্থীরা এবং এই সংক্রান্ত বিষয়ে জানতে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখুন।


বাছাই পদ্ধতি:
অনলাইন পরীক্ষা, স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।  


আবেদন পদ্ধতি:
fci.gov.in-এ গিয়ে আবেদন করতে হবে।  আবেদনের শেষ তারিখ ২৫ মার্চ, ২০১৯-এর মধ্য়ে।